আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।
ক’দিন আগে এমন হলে
ক’টা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস
লিখে দিত তোমার নাম
শুধু আমি নয় ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।
জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।
——————–
ইন্দ্রানী সেন
https://www.youtube.com/watch?v=TQis9NsYY60
মান্না দে
Suneeta Das
অনবদ্য……।।
Sadia
Tin goyenda pai na……
Ekattorer chiti kothay pabo bole dile valo hoy plzz……