দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হব যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রব যে।।
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না
আমাদের মিতালীর মায়াতে
কানে কানে কত কথা কব যে
শুকতারা বলে আমি আছি
তাই দিশাহারা হতে আর ভয় কি
পাছে ঘুম ঝরে পড়ে দুচোখে
হাসি মুখে তাই জেগে রব যে
Baz Rah
গানটি লিখেছেনঃ সুবির হায্রা, সুরঃ সুধিন দাসগুপ্ত.
বায
গানটি লিখেছেনঃ সুবির হাযরা সুরঃ সুধিন দাসগুপ্ত.
বায
এক লাইনে একটু ভুল আছে।
জানিনা কি যে হল, কেন এমন হয়।।(এটা কারেক্ট)
Richi
ফালতু গান
গৌতম
ফালতু মানুষের কাছে গান ফালতুই মনে হবে।
Tuhin
রাইট