এই রূপালি চাঁদে তোমারই হাত দুটি
মেহেদি লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই
আহা কি শোনালে মন রাঙালে
এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই
শুধু একটি গোলাপ চেয়ে পাঠালে চিঠি
শুনে মনের আকাশে ভাসে তারা মিটিমিটি
তুমি কাছে এসে এ হৃদয় রাঙালে যদি
তাতে আমারই নাম লিখে যাই
আমি তোমাকে পেয়ে সুখে আছি
যেন ফুলের বুকে অলি কত কাছাকাছি
এই মেহেদি রাতে সাথে আছ তুমি
যেন তুমি বিনে কিছু নাই
তোমাকে কাছে পাই
——————
তপন চৌধুরী, মিতালী মুখার্জী / শম্পা রেজা (?)
Leave a Reply