চোখ ভেসে যায় জলে … গো মা
চোখ ভেসে যায় জলে
চোখ হারিয়ে চোখের মানুষ উল্টো পথে চলে ..গো মা ।
আধাঁর দেখে আধাঁর বলে কাঁদে নাতো কেউ…হা..আ…আ..আ…হায়
জীবন নদী উথাল-পাথাল দারুন বুকের ঢেউ,
মানুষ নামের মানুষ গুলো নিজ পরিচয় ভোলে ।
ছোখ হারিয়ে চোখের মানুষ উল্টো পথে চলে … গো মা ।
চোখ ভেসে যায় জলে … গো মা
চোখ ভেসে যায় জলে
চোখ হারিয়ে চোখের মানুষ উল্টো পথে চলে ..গো মা ।
রক্ত গেল জীবন গেল ভাই হারালাম কত…হা..আ…আ..আ…হায়
তবু ক্ষুদার জ্বালায় কাঁদছে মানুষ বইসে আগের মত
এই বুকের ভেতর স্বজন হারা রক্ত স্মৃতি দোলে ।
ছোখ হারিয়ে চোখের মানুষ উল্টো পথে চলে … গো মা ।
চোখ ভেসে যায় জলে … গো মা
চোখ ভেসে যায় জলে
চোখ হারিয়ে চোখের মানুষ উল্টো পথে চলে ..গো মা ।
কথা, সুর ও শিল্পী : মাহমুদুজ্জামান বাবু
এলবাম : চোখ ভেসে যায় জলে
Leave a Reply