সুখেও কেদে ওঠে মন
এমনো হাসি আছে বেদনা মনে হয়
জলে ভরে দু নয়ন
সুখেও কেদে ওঠে মন
বাইরে দেখি মৌনমুখে কাটে যে সারা বেলা
মনে মনে কতো কথাই দুজনে খেলা
পেয়ে হারাবার ভয় বারেবার
চলে যায় এ লগন
সুখেও কেদে ওঠে মন
স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখে চেয়ে
স্বর্গে তারা পৌছাবে ঠিক
স্বর্গ সিড়ি বেয়ে
গভীর দুঃখে অনেক সুখে
সুখি তাই এ দুজন
সুখেও কেদে ওঠে মন
এমনো হাসি আছে বেদনা মনে হয়
জলে ভরে দুনয়ন
সুখেও কেদে ওঠে মন
————-
কুমার শানু
Leave a Reply