আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।।
—————-
শিল্পী: লতা মঙ্গেশকর
salam
লতা মঙ্গেশকর ei শিল্পীr oru onek gan chai plz…
লতা মঙ্গেশকর ar gan khobi valo……..donnubad
Bangla Lyrics
@salam/ আরো কিছু গানের লিরিক আপডেট করা হয়েছে।
ধন্যবাদ।
রেফাত আলী
অনুগ্রহ করে গানের একটি লাইন সংশোধন করুন (অবশ্যই মূল গানটি শুনে)।
‘আমি যেন দিশাহীন যাত্রী’র স্থলে ‘আমি চলি দিশাহীন যাত্রী’ হবে। গানটির কথা ওয়েবসাইটে দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Bangla Lyrics
ধন্যবাদ।
Mitu MiTu Mitu
অনেকদিন পর গানটার কথা মনে পড়ল ।।.