কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও জানা।।
কত বছর পাহাড় বাঁচে ভেঙেগ যাবার আগে
কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে
ক\’বার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে
বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে।।
কত হাজার বারের পর আকাশ দেখা যাবে
কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে,
বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে ।।
Md. Aminul Islam
Zanina kotota path perule amak pathik bola hobe……….. Ami az clanto ……..
Md. Shahidul Islam
@aminul : shohoj prosno… r uttor -o jana… (gaanta toe tai bole)
Md. Shahidul Islam
আসলে গানের প্রশ্নগুলো খুবই কঠিন… তবে কেন সহজ বলা হলো ?
Ismail
koto manush onahare morle pore bolbe, shoshonta asole beshi…
Santanu Ghosh
জানিনা পথের সীমা আমি শুধু পথ চলি।
Dilip Debbarma
কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও জানা।।
“দায়” এর বদলে “ডানা” হবে
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা