সেই বৃষ্টি রাতের কথা
আজ মনে পড়ে যায়
নিজেকে লুকালে তুমি
জলে ভেজা শাড়িটায়
সে রাত কোথায়
সে রাত কোথায়
যেতে যেতে দুজনায়
হঠাত পথের মাঝে
অঝরে নামলো বৃষ্টি
অঝরে নামলো বৃষ্টি
কাছে কোন ঘর নেই
ছাউনিও কিছু নেই
বৃষ্টিটা লাগলো মিষ্টি
বৃষ্টিটা লাগলো মিষ্টি
সে রাত কোথায়
সে রাত কোথায়
হঠাত বললে তুমি
এই ভাবে কেউ যদি
আমাদের দেখে ক্ষণে
আমাদের দেখে ক্ষণে
হয়তো অবাক হবে
নয়তোবা রেগে যাবে
ভাববে সে কি কে জানে
ভাববে সে কি কে জানে
সে রাত কোথায়
সে রাত কোথায়
—————————-
বাপ্পী লাহিড়ী, পুলক বন্দ্যোপাধ্যায়,
Leave a Reply