কাঁকন বিনা সুন্দরীর হাত
যেমন ফাঁকা লাগে
তুমি বিনা আমার ঘর
তেমন ফাঁকা লাগে
কাজল বিনা নারীর আঁখি
মানায় না যেমন
তুমি বিনা মানায় না
তেমন আমার মন
বন্ধু তুমি তোলো যদি
পদ্ম হয়ে রই
পোষো যদি ময়না হয়ে
কৃষ্ণকথা কই
কণ্ঠে তোমার কণ্ঠী হতে
আমার যে সাধ জাগে
বন্ধু যদি দাঁতে কাটো
মৌরি হয়ে রই
ঠোঁটে যদি ছোঁয়া পাবে
পানের রস হই
শীতের বসন হবো তোমার
হিম ঝরানো মাঘে
————————-
বাপ্পী লাহিড়ী, পুলক বন্দ্যোপাধ্যায় (?)
Leave a Reply