জীবনের এতোগুলো দিন
কেটে গেল একা একা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
পৃথিবীতে ভালোবাসবার
সময় যে অল্প ভারী
শুধু শুধু এতটা সময়
হারালো যে দোষে তোমারি
আগে এলে তোমাকে নিয়ে
হতো আরো গল্প লেখা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
যৌবন যে কটা দিনের
সে কদিন ভালোবেসে যাও
দুজনাতে হও একাকার
সোহাগের স্রোতে ভেসে যাও
একই রঙে হোক না রঙিন
দুজনার স্বপ্নরেখা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
———————-
বাপ্পী লাহিড়ী, পুলক বন্দ্যোপাধ্যায়
Leave a Reply