সবাই বলে ভুইলা যা
কেমন কইরা আমি ভুলি রে
যার লাইগা হৃদয় পুইড়া কয়লারে
মোর ময়নারে…
কেমন কইরা ভুলি যে তারে
হইল জীবন বালুচর
আপন হইল আমার পর রে
তবু তারে এ অন্তরে রাখিরে
মোর ময়নারে…
কেমন কইরা ভুলি যে তারে
দিনে রাইতে আষাঢ় মাস
দুচোখে দিয়া আমার ঝরে রে
হৃদয় ভরা প্রেমের খরা রইল রে
মোর ময়নারে…
কেমন কইরা ভুলি যে তারে
————————
কুমার বিশ্বজিত
আবু বকর সিরাজী
chomotkar