জন্মিলে মরিতে হবে
ওরে…এ ভবের রঙ্গ
হবে যে ভঙ্গ সবই
সাধেরি অঙ্গ তোমার
মাটিতে মিলাবে
ওরে ও ভাই
হুঁশ কারো নাই
জীবনের সময় বেশীদিনের নয়
কে খাবে তোমার এ সঞ্চয়
ওরে…বেশী খাওয়ার জায়গা নাই
তবু করো খাই খাই
এ খাওয়ার রাস্তা তোমার
বন্ধ হয়ে যাবে
ওরে ও ভাই
হুঁশ কারো নাই
নামের আগে পরিচয়
গায়ে লেখো মহাশয়
ও পারে নাম দিয়া কি হয়
ওরে…মাটির ঘরের বিছানা
সবারইতো ঠিকানা
রাজা প্রজা বিচারপতি
একই বিচার পাবে
—————
কুমার বিশ্বজিত
Leave a Reply