আমার সমাধিতে গোলাপের ফুল দিও
সোহাগ বাতি দিও জ্বালিয়ে
হৃদয় উজাড় করে প্রেম ঢেলে দিও
শান্তি পাব ওগো বন্ধু
রইবোনা যখন আমি তোমাদের মাঝে
আমারি গাওয়া গান শুনবে তখন
হৃদয় বীণার তারে
মরমীয়া সুর বাজে
সেই সুরের আবেশ জড়িয়ে
কাছে টেনে নিও ওগো বন্ধু
আসা যাওয়া সে তো প্রেমের খেলা
খেলিছে নিয়তি আপনার ধ্যানে
মিলন আর বিরহের নাগরদোলায়
আমি চলে যাব
শুধু রইবে আমার
স্মৃতিটুকু ওগো বন্ধু
————————-
মোহাম্মদ ইব্রাহীম
Leave a Reply