আমার ভালোবাসা তোমার প্রতি রইল
চোখের আড়ালে চলে গেলে আমি
মনের আঙিনায় রইব
চলেছি অজনা দেশে
আশা বুকে নিয়ে
আবার হবে তো দেখা
হৃদয়ের কাছাকাছি
চলে এসো বন্ধু
এঁকে দেই প্রেমরেখা
শত অচেনার মাঝে
যদিও থাকো তুমি
দেখেই চিনে লইব
নিয়তির ডাকে দিতে হবে সাড়া
তাইতো চলেছি আমি
সইতে হবে গো বিরহ বেদনা
ক্ষণিকের দুনিয়াদারি
শেষে পরমদিনে তুমি আর আমি
প্রেমের দোলনায় দুলব
———————–
মোহাম্মদ ইব্রাহীম
Jakirali
Jakir Ali