মন তো সেই কবে মরে গেছে
স্মৃতির অতলে তাকে দিয়েছি কবর
এতদিন পর বুঝি পড়লো মনে
তাই কি নিতে এলে আমার খবর
ঝরে যাওয়া ফুল কি বৃন্তে আবার শোভা পায়
শুকিয়ে অবশেষে লুটায় পথের ধূলায়
আমিও তেমন করে হয়েছি বিলীন
দুঃখ আমার তাই হয়েছে দোসর
ছিল যত স্বপ্ন মিথ্যে হলো দুরাশায়
তুমি তো খেলার ছলে ফিরিয়ে দিয়েছ আমায়
তোমাকে ভালোবেসে দুঃখ পেলাম
বেদনায় এই বুক হয়েছে পাথর
———————
তপন চৌধুরী,
Leave a Reply