ও পাড়েতে বন্ধুর বাড়ি
এ পাড়েতে আমি
মাঝখানে ভরা গাঙে
ঢেউয়ের মাতলামি রে
ও পাড়েতে তুমি বন্ধু
এ পাড়েতে আমি
এ পাড়েতে আমি বইসা
দিবা-নিশি কান্দি
স্মৃতিরই সেই ঝরা ফুলে
দুঃখের বাসর বান্ধি
ও পাড়েতে তুমি বন্ধু
মত্ত রইলা নিজে একা
জোয়ার ভাটা দেইখা গেলাম
কপাল পোড়া আমি রে
ও পাড়ে বন্ধুর বাড়ি রে
এ পাড়ে আমার বাড়ি
মাঝখানে ভরা গাঙে
ঢেউয়ের মাতলামি রে
ও পাড়েতে তুমি বন্ধু
এ পাড়েতে আমি
গাঙের বুকে মাথা রাইখা
ঘুমায় চন্দ্র তারা
জাইগা থাকি আমি শুধু
হইয়া তন্দ্র হারা
সারা জনম বাইলাম তরী
পাইলাম না তো কানাকড়ি
কি যে আছে কপালে মোর
জানেন অন্তর্যামী
ও পাড়েতে তুমি বন্ধু
এ পাড়েতে আমি
মাঝখানে ভরা গাঙে
ঢেউয়ের মাতলামী
——————-
কুমার বিশ্বজিত
Leave a Reply