আমি নির্বাসনে যাব না
মাথা ভরা জটা চুলে
মুনিঋষি হব না
আমি তুমি ছাড়া বাঁচতে পারি
তুমি ছাড়া হাসতে পারি
পারি আমি পালটে দিতে
তোমার মিছে ধারনা
পাগল হয়ে পাগল গারদ
ধরে কভু কাঁদবো না
দাড়িগোফে মুখটা ঢেকে
দেবুবাবু সাজবো না
আমি ভালোবাসার মূল্য জানি
ভালোবেসে মরতে জানি
মন থেকে মুছতে জানি
তোমার মত ললনা
গভীর রাতে স্বপ্ন দেখে
দুঃখ পেয়ে কাঁদবো না
কবি হয়ে কাব্য লিখে
তোমার নিয়ে থাকবো না
আমি মনের ঠিকই চিনি
বুকের মাঝে টানতে জানি
আস্তাকুড়ে ফেলতে পারি
তোমার দেয়া ছলনা
———————–
কুমার বিশ্বজিত
Leave a Reply