কী যে ব্যথা এই বুকে
কেউ তো বুঝলো না
কী যে ভাষা এই চোখে
কেউ তো খুঁজলো না
পাখীরও যে বাসা আছে
তবু আমার কাছে কেন কেউ নেই
ভরে যায় দুটি চোখ
সেই কথা ভাবতেই
এ যে সুর নয়
এ আমার বুক ভরা জমানো অভিমান
নদীরও তো সাগর আছে
আছে তার আরো দুই কূল
আমার আছে শুধু স্বপ্ন
রাত শেষে সকালে ভুল (?)
এ যে নয় ছন্দ
এ আমরা ব্যথা ভরা নীরব প্রতিবাদ
——————
মনি কিশোর
Leave a Reply