তুমি দুঃখ পেলে আমি সুখী হব
সে কথা ভাবলে কি করে
রাত জেগে জেগে বসে থাকি একা
দুটি চোখে জল শুধু ঝরে
সে কথা ভাবলে কি করে
আজ দুজনার দুটি পথে গেছে বেঁকে
কি হবে বলো আর দাঁড়িয়ে থেকে
কেন আর ছবি আঁকা
চুপি চুপি মনের গভীরে
সে কথা ভাবলে কি করে
স্বপনের মণিমালা সব দিয়েছি
দুঃখ যা ছিল সবই নিয়ে নিয়েছি
আজো তাই বসে আছি
হারানো খেলা ঘরে
সে কথা ভাবলে কি করে
—————
মনি কিশোর
আমি সুখী হব
আধুনিক মনি কিশোর