আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ
ঐ যায় ভেসে যায়
দূর থেকে দূর
আরো বহুদূরে
পথ থেকে পথ
চলি ঘুরে ঘুরে
ভাঙা এ মন নিয়ে আমি
একা একা চলেছি কোথায়
নীল ভাঙা নীল সুদূর কিনারে
রোদের কারুকাজ মেঘের মিনারে
আমি যে কার কে আমার
সে কথা কি বলবে আমায়
—————–
সুরঃ রাহুল দেব বর্মন
কন্ঠঃ কিশোর কুমার
Rajat Banerjee
The site needs to be enriched with more collections. It would be nice to see the notations of the songs.
Overall it is good
salam
it is good
Suneeta Das
মন ভাল করা গান……………
অমৃতা
এই ধরনের গানগুলো কক্ষনো পুরোনো হবে না।
Rupam
nice song
ratna
দারুণ মনতাজ
মিলন কিবরিয়া
গীত রচয়িতার নাম যোগ করা উচিত বলে মনে করি। আশা করি আপনারা কষ্ট করে আর্জি পূরণ করবেন।
ARHON JANA
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার