আমার না যদি থাকে সুর
তোমার আছে তুমি তা দেবে
তোমার গন্ধহারা ফুল
আমার কাছে সুরভি নেবে
এরই নাম প্রেম
জীবনে যা গর্ব হয়
মরণে নেই পরাজয়
চোখের স্মৃতির মণিদীপ
মনের আলোয় কিছু কি নিভে
এরই নাম প্রেম
দুজনেই দুজনাতে মুগ্ধ
দুজনের বুকে কত সুন্দর
দুজনার গীতালীর ছন্দে
তন্ময় দুজনার অন্তর
এর কাছে স্বর্গ-সুধার
বেশী আছে মূল্য কি আর
আমার দেবতা সেও তাই
প্রেমের কাঙাল পেয়েছি ভেবে
এরই নাম প্রেম
শিল্পীঃ মান্না দে।
Faisal Kader
এই গানের প্রথম লাইনটি হচ্ছেঃ আমার না যফি থাকে “সূর” কিন্তু উপরে “সূর” শব্দটির যায়গায় লেখা আছে “সুখ” । আশা করি ভূলটা সংশোধন করবেন। ধন্যবাদ।
Bangla Library
ধন্যবাদ।