দেহেরই পিঞ্জিরায় প্রাণ পাখি কাঁদে
প্রানেরই পিঞ্জিরাতে মন
মনেরই পিঞ্জিরায় আশা কাঁদে সারাক্ষণ
ভালোবাসা কেঁদে মরে
তোমায় পেয়ে কাছে
সবই কেন যায় না দেওয়া
হৃদয়ে যা আছে
প্রেম সাগরে ডুবে কাঁদে
ছোট্ট এ জীবন
দেহেরই পিঞ্জিরায় প্রান পাখি কাঁদে
স্মরণ কাঁদে চোখের পাতায়
যায় না দেখা ভালো
রুপের জ্বালায় কেঁদে মরে
যৌবনেরই ভালো
অধর কোলে ভাষা পলে
বলি বলি করে
সত্যি হবার স্বপ্ন কাঁদে
সাধের খেলা ঘরে
বিধিলিপির লেখায় কাঁদে
জীবন ও মরন
Leave a Reply