আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বহ্নিশিখা।
মরণের ভালে এঁকে যাই মোরা জীবনের জয়টিকা।
আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বহ্নিশিখা।
মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে,
দিকে দিকে ঐ সুপ্ত জনতা জাগে।
মুক্তি আলোকে ঝলমল করে আঁধারের যবনিকা
আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বহ্নিশিখা।
দু’শো বছরের নিঠুর শাসনে গড়া যে পাষাণ বেদী,
নতুন প্রাণের অঙ্কুর জাগে তারই অন্তর ভেদি।
তোমার পূণ্য মিলনব্রতে
আশার কমল ফোটে অশ্রুর স্রোতে,
নব ইতিহাস রচিব আমরা মুছিব কলঙ্ক লেখা।
আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বহ্নিশিখা।
——————-
কথা : মোহিনী চৌধুরী
সুর : কমল দাশগুপ্ত
কণ্ঠ – জগন্ময় মিত্র
Uttara Public Library
A Great site for Lyrics.
Faisall
The song could have been more versatile and timeless if the lyricist would avoid mentioning English rule, I guess.