মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালায় ঐ শিকল ভাঙা
তারা কি ফিরিবে আর
তারা কি ফিরিবে এই সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে
যারা স্বর্গগত তারা এখনো জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশব্রতের সহদীক্ষালোভী
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি
যারা জীর্ণজাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জাগালো ভাষা
সাজি রক্তকমলে গাঁথা মাল্যখানি
বিজয়লক্ষ্মী দেবে তাঁদেরি গলে
——————-
কথা – মোহিনী চৌধুরী
সুর – কৃষ্ণচন্দ্র দে
আঃরহমান মিঞা
আমার অত্যন্ত প্রিয় একটি গান। ধন্যবাদ গীতিকার,সুরকার ও শিল্পীকে
SANJIB SAHA
আরে চরণ চুমি হবে চরণ ভূমি লিখেছেন।
Bangla Library
ধন্যবাদ।
Abhijit Ray
ইজি
Litan das
খুব ভালো
Anway sarkar
Ei diya bogha jai je age kar dine freedom fighter ra kato larai korechilo.
Debosmita Debnath
I need shorolipi can you give me please
PULAK ghosh
ধন্যবাদ
tarik
গানটি কতসালে প্রকাশিত?
Bhuiyan Shariful Islam
বাঙালির বৈপ্লবিক সংগ্রাম(সশস্ত্র সংগ্রাম) খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। বিপ্লবীদের রক্তেস্নাত ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।গান্ধী কিম্বা জিন্নাহ’র আন্দোলনের মাধ্যমে ভারত স্বাধীন হয়নি। ৩০ লক্ষ্য বিপ্লবীর রক্ত বদলে স্বাধীনতা লাভ করেছে আজকের বাংলাদেশ।
Anway sarkar
Ei diya bogha jai je age kar dine freedom fighter ra kato larai korechilo.
Shahnaj
hmmm
Abudara Mondal
একদম ঠিক
শিব প্রসাদ দাশ
বাংলাটা বাংলা হরফে লেখার চেষ্টা করুন। রোমান হরফে কেন বাংলা লেখেন?
বিরক্তিকর ।
Manika Biswas
I want notation of this song, please help.
Suman malik
মৌন মলিন মুখে ফোটালো ভাষা
Sanjoy Chakraborty
শহীদ কে আমার ভক্তিপূর্ণ প্রণাম। গানটার তাল মাত্রা ভাগ করা পূর্ণাঙ্গ স্বরলিপি পাবেন নীচের লিংকে। আমি সকল শ্রোতার জন্য শেয়ার করলাম। লিংক
https://youtu.be/ywRusrWvRUI
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
আব্দুর রহমান পলাশ খান
It’s really a charming and rakt rakt anjali song that ignites the fire in the blood and hundred lakhs of the country’s hundred lakhs of martyrsmartyrs it’s truly a different Bengali achievement.
শ্রী চৈতন্যদেব
এই গানটার জন্ম হয়েছে ঐতিহাসিক আগস্ট বিল্পবের জন্য,
যে বিল্পবের মাধ্যম স্বৈরাচার হাসিনার পতন হলো।
নাহিদ হাসান
আহা আমার জন্মভূমি কত ভালোবাসি তোমাকে
রাফাত আহমেদ বাঁধন
“এসো স্বদেশব্রতের সহদীক্ষালোভী” এটা লিখা আছে।
“এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষালোভী” এটা হবে।