ক্রন্দসী পথচারিণী,
তুমি কোথা যাও তুমি কারে চাও?
যে ব্যথা তব অন্তরে ও বিষাদিনী,
মোরে বলে যাও।
বন্ধুর পথজান না, বন্ধুর পথ অজানা।
বলো পথিকে কত শুধাবে ‘কোথা গেছে সে
মোরে বলে দাও’?
সংকটময় ভুবনে ভ্রমিবে একা কেমনে?
কোন চঞ্চল তাড়নে বঞ্চিলে নিজ ভবনে?
এসো গো মম অঙ্গনে এসো গো গো মম অঙ্গনে;
দেখো তল্লাসি এই অন্তরে, তুমি যারে চাও
যদি তারে পাও ।
পূর্ববর্তী:
« কেহে তুমি সুন্দর
« কেহে তুমি সুন্দর
পরবর্তী:
ক্ষমিয়ো হে শিব, আর না কহিব »
ক্ষমিয়ো হে শিব, আর না কহিব »
Leave a Reply