কে গো তুমি বিরহিনী, আমারে সম্ভাষিলে? এ পোড়া পরান-তবে এত ভালোবাসিলে? কভু হরিত বসনে আজি, কুসুমে ভরিয়া সাজি, মধুমাসে মধুহাসে মমপানে হাসিলে। কে আমারে সম্ভাষিলে? শারদ নিশীথে যবে বিরহে রহি নীরবে, পীত কায়ে মৃদু পায়ে মম পায়ে আসিলে। কে আমারে সম্ভাষিলে? কভু বাদলে ঢাকি বয়ান করিলে গভীর মান, দামিনীর শুরু ভাষে আঁখিনীরে ভাসিলে। কে আমারে সম্ভাষিলে? আমি শ্যাম, তুমি রাধা, তাই বঁধু, এত বাধা; তুমিও হায় উদাসিনী, মোরেও উদাসিলে। কে আমারে সম্ভাষিলে?
পূর্ববর্তী:
« কে আবার বাজায় বাঁশি
« কে আবার বাজায় বাঁশি
পরবর্তী:
কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে »
কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে »
Leave a Reply