আজি এ নিশি, সখী, সহিত নারি,
কেবলই পড়িছে মনে যমুনা বারি।
এমনি সোনার তরী, ভেসেছিল নভোপরি-
নাহিক শ্যামের তরী, নাহি বাঁশিরি।
ছিল গো সেদিন সখী, হেন যামিনী।।
আছে ফুল নাহি মধু, আছে আশা নাহি বঁধু,
আছে নিশা, নাহি শুধু অভিসারী ।
মিলন মধুর নিশি আসিবে না আর;
আজি এ চাঁদিনী ধরা বিরহ বেদনা ভব,
আকাশের গ্রহ তারা শ্যাম ভিখারি।
পূর্ববর্তী:
« আজ শুভনিশি পোহাইল তোমার
« আজ শুভনিশি পোহাইল তোমার
পরবর্তী:
আজি স্বর্গ-আবাস তুমি এসো ছাড়ি »
আজি স্বর্গ-আবাস তুমি এসো ছাড়ি »
Leave a Reply