ওহে নীরব, এসো নীরবে ।
গোপন পরানে মম গোপনে রবে।
নিশির শিশির সম
পশো হে জীবনে মম,
মোরে ফুটাও হে প্রিয়তম, তব সৌরভে ।
তোমারে পাইলে আমি
কারেও কব না স্বামী,
রব নীরবে দিবস-যামী তব গরবে।
পূর্ববর্তী:
« ওহে জগত কারণ
« ওহে জগত কারণ
পরবর্তী:
কত গান তো হ’ল গাওয়া »
কত গান তো হ’ল গাওয়া »
Leave a Reply