তুমি গাও, তুমি গাও গো
গাহো মম জীবনে বসি,
বেদনে বাঁধা জীবন বীণা
ঝঙ্কারি বাজাও।
তুমি গাও।
তোমার পানে চাহিয়া,
চলিব তরী বাহিয়া।
অভয় গান গাহি
ভয় ভাবনা ভুলাও
তুমি গাও।।
দগ্ধ যবে চিত্ত হবে।।
এ মরু সংসারে।।
স্নিগ্ধ করো মধুর সুরধারে।।
তোমার যে সুরে ছন্দে
পাখিরা গাহে আনন্দে,
শিষ্য করি আমারে
সে সংগীত শিখাও-
তুমি গাও।।
পূর্ববর্তী:
« তাহারে ভুলিবে বলো কেমনে
« তাহারে ভুলিবে বলো কেমনে
পরবর্তী:
তুমি দাও গো দাও মোরে পরান ভরি দাও »
তুমি দাও গো দাও মোরে পরান ভরি দাও »
Leave a Reply