সে ডাকে আমারে।
বিনা সে সখারে
বহিতে মন নারে।
শুন, সে ডাকে আমারে,
ওগো সে ডাকে আমারে।।
প্রভাতে যাবে দেখিবে বলি
দ্বার খোলে কুসুম-কলি,
কুঞ্জে ফুকারে অলি
যাহারে বারে বারে।।
নিঝর কলকন্ঠ গীতি
বন্দে, যাহারে,
শৈল বন পুষ্প কুল
বন্দে যাহারে,
যার প্রেমে চন্দ্র তারা
কাটে নিশি তন্দ্রা-হারা,
যার প্রেমের ধারা
বহিছে শত ধারে ।
পূর্ববর্তী:
« সমর আলো করে কার কামিনী
« সমর আলো করে কার কামিনী
পরবর্তী:
হও ধরমেতে ধীর »
হও ধরমেতে ধীর »
Puspendu Bandyopadhyay
সঠিক কথা :
সে ডাকে আমারে।
বিনা সে সখারে
রহিতে মন নারে।
শুন, সে ডাকে আমারে,
ওগো সে ডাকে আমারে।।
প্রভাতে যাবে দেখিবে বলি
দ্বার খোলে কুসুম-কলি,
কুঞ্জে ফুকারে অলি
যাহারে বারে বারে।।
নিঝর কলকন্ঠ গীতি
বন্দে, যাহারে,
শৈল বন পুষ্প কুল
নন্দে যাহারে,
যার প্রেমে চন্দ্র তারা
কাটে নিশি নিদ্রা-হারা,
যার প্রেমের ধারা
বহিছে শত ধারে ।
দেবব্রত
ধন্যবাদ