দিলদরিয়ায় বান ডেকেছে,
সামাল রে তোর গানের তরী।
ছুটবে সে আজ অজানা দেশে,
টুটবে রে সব বাঁধন-দড়ি।।
হালটি ধ’রে থাকিস হাতে,
সাথিরে তুই রাখিস সাথে;
ফেলে দে সকল পুঁজি,
নইলে ভেলা হবে ভারী।।
কোথায় যাবি এই উজানে,
কেউ না জানে, নাই-বা জানে;
যে তোরে টানল বানে
সেই যে রে তোর প্রেমের হরি।।
ভয়ে যবে ভাঙবে পরাণ,
কন্ঠে যেন থাকে রে গান;
ঝড়ের হাওয়া লাগলে পালে
আরো বেগে যাবি তরি’।
পূর্ববর্তী:
« দাও হে ওহে প্রেমসিন্ধু দাও এ নবীন যুগলে
« দাও হে ওহে প্রেমসিন্ধু দাও এ নবীন যুগলে
পরবর্তী:
দিয়েছিলে যাহা, গিয়াছে ফুরায়ে »
দিয়েছিলে যাহা, গিয়াছে ফুরায়ে »
Nurus Safa
অতুলপ্রসাদ সেন-এর গানগুলির কথা আপনাদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য আমার অভিনন্দন গ্রহণ করুন।
এই গানে “দিলদরিয়ায় বান ডেকেছে, সামাল রে তোর গানের তরী”-তে “দিলদরিয়ায়”-এর বানান “দিল্দরিয়ায়” হয়ে গেছে। এটুকু শুধরে দেওয়া প্রয়োজন।
Bangla Lyrics
ধন্যবাদ। ঠিক করে দেয়া হয়েছে।