ডাকে কোয়েলা বারে বারে,
‘হা মোর কান্ত, কোথা তুমি হা রে’?
চিত্ত-পিক চিতনাথে ফুকারে।।
বাজিছে বংশী মনবনমাঝে,
এমন সময়ে সে কোথা বিরাজে?
পুষ্পে পরিমলে ফুল-বধূ যাচে-
এসো বধূয়া নিকুঞ্জ-দুয়ারে।।
পূর্ববর্তী:
« ঝরিছে ঝর ঝর, গরজে গর গর
« ঝরিছে ঝর ঝর, গরজে গর গর
পরবর্তী:
তব অন্তর এত মন্থর আগে তো তা জানি নি »
তব অন্তর এত মন্থর আগে তো তা জানি নি »
Leave a Reply