ঝরিছে ঝর ঝর, গরজে গর গর স্বনিছে সর সর- শ্রাবণ মাঃ। তটিনী তর তর, সরসী ভর ভর, ধরণী থর থর, - সিকত গা। বিরহী ধর ধর, মানিনী সর সর, চাহিছে খর খর, সুলোচনা।। বালিকা দলে দলে চলিছে গলে গলে, বিটপী তলে তলে ঝোলে ঝুলা। কৃষক হলে হলে, বলাকা জলে জলে নাচিছে ট’লে ট’লে শিখীর পা। পরাণ পলে পলে পড়িছে ঢ’লে ঢ’লে উঠিছে ব’লে ব’লে ‘তুমি কোথা’?
পূর্ববর্তী:
« জাগো বসন্ত, জাগো এবে
« জাগো বসন্ত, জাগো এবে
পরবর্তী:
ডাকে কোয়েলা বারে বারে »
ডাকে কোয়েলা বারে বারে »
Leave a Reply