আইল আজি বসন্ত মরি মরি,
কুসুমে রঞ্জিত কুঞ্জ মঞ্জরী।
অলি আনন্দিত নাচে গুঞ্জরি,
পিক পুলকিত গাহে কুহরি।।
নৃত্য করে কত বাল বালিকা,
কন্ঠে শোভে নব কুন্দ মালিকা;
আনিছে সুন্দরী শূন্য গাগরি,
সুখে লহে প্রেমবারি ভরি ভরি।।
নৈসর্গিক (বসন্ত)
মধুকালে এল হোলি-মধুর হোলি।
রঙের খেলা, রঙের মেলা, যেথা দেখি আঁখি মেলি।
বসন্ত-সনে বিবিধ বরণে
বনে বনে আজি হোলি।
বিহগ পতঙ্গ রাঙি নিজ অঙ্গ
রঙে করে হোলি কেলি।
ফাগ-থালা হাতে ফাগুন প্রভাতে
খেলে ভানু ফাগ খেলা।
ছাড়ি রঙের ঝারি, রঙি সাঁঝের শাড়ি
পালাল কিরণমালী
গ্রহতারাগণে হানে গগনে
কিরণের পিচকারী;
দেখো, দোলের শশী পীতে রঙিল নিশি
উজ্জল জোছনা ঢালি।
দোলে নানা ছন্দে, রঙিন আনন্দে,
নন্দদুলালের দোলা।
নরনারীকুল রঙেতে আকুল-
পথে ঘাটে আজি হোলি।।
পূর্ববর্তী:
« অভয় পদে প্রাণ সঁপেছি
« অভয় পদে প্রাণ সঁপেছি
পরবর্তী:
আইল শীত ঋতু হেমন্তের পরে »
আইল শীত ঋতু হেমন্তের পরে »
Kanay Lal Ray
osadharon