(ওগো) কে তুমি বসি’ নদীকূলে একেলা?
কার লাগি’ এত উতলা।
কে তরী বাহি’ আসিবে গাহি’?
খেলিবে তার সনে কী খেলা।।
সারা বেলা গাঁথ মালা-
ঘরের কাজে এ কী হেলা?
ছলনা করি’ আন গাগরি
কার লাগি’ বলো অবেলা।।
পূর্ববর্তী:
« এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা
« এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা
পরবর্তী:
ওগো আমার নবীন সাথী »
ওগো আমার নবীন সাথী »
সুরজিৎ সেন
কে তুমি বসি নদী কুলে একেলা
সারা বেলা গাঁথ মালা
ঘরেরই কাজে একি হেলা