একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে।
সহসা কে এলে গো এ তরী বাইবে ব’লে
যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?
কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে।
কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায়?
হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়।
বুঝি মোর করুণ গানে ব্যাথা তাঁর বাজল প্রাণে,
এলে কি দু’কুল হতে কূল মেলাতে এ অকূলে।।
পূর্ববর্তী:
« একা আমি জীবন-তরী বাইতে নারি
« একা আমি জীবন-তরী বাইতে নারি
পরবর্তী:
এখনো সেই বৃন্দাবনে »
এখনো সেই বৃন্দাবনে »
জয়িতা দে
এটা আমার িপরইও গান “একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে।
সহসা কে এলে গো এ তরী বাইবে ব’লে
যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?
কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে।
কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায়?
হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়।
বুঝি মোর করুণ গানে ব্যাথা তাঁর বাজল প্রাণে,
এলে কি দু’কুল হতে কূল মেলাতে এ অকূলে।।”…………….
প্রাণকৃষ্ণ বৈষ্ণব
হৃদয়স্পর্শী সঙ্গীত।আমাকে মুগ্ধ করে দিলে।
হুসাইনুর রহমান ছালাহ-উদ্দিন
এই কগানট ি খুব সুন্দর আমার খুব পছন্দ হয়ছে েএই গানটি শুনল েমন েআঘাত হয়।
ইত ি,
সালাহউদ্দিন