আমারে এ আঁধারে এমন ক’রে
চালায় কে গো?
আমি দেখতে নারি, ধরতে নারি,
বুঝতে নারি কিছুই যে গো।
নয়নে নাহি ভাতি, মনে হয় চিররাতি,
মনে হয় তুমি আমার চিরসাথী;
একবার জ্বালিছে বাতি, ঘুচিয়ে রাতি
নয়ন ভ’রে দেখা দে গো।
কাঁদায়ে কাঁটার ক্রেশে, কঠিন এই পথের শেষে
না জানি নিয়ে যাবে কোন বিদেশে।
একবার ভালোবেসে, কাছে এসে,
কানে কানে ব’লে দে গো ।
রয়েছিস যদি সাথে, দারুণ এ আঁধার রাতে,
ক্লান্ত মোরে চালিয়ে নে যা হাতে হাতে।
হস্ত আমার শিথিল হলেও
তুই আমারে ছাড়িস নে গো।
পূর্ববর্তী:
« আমার সনদ দেখে যারে
« আমার সনদ দেখে যারে
পরবর্তী:
আমারে ভেঙে ভেঙে করহে তোমার তরী »
আমারে ভেঙে ভেঙে করহে তোমার তরী »
Leave a Reply