আপন কাজে অচল হলে
চলবে না রে চলবে না।
অলস স্তুতিগানে তাঁর আসন
টলবে না রে টলবে না।।
হল যদি তোর না হয় সচল,
বিফল হবে জলদ-জল;
উষর ভুমে সোনার ফসল
ফলবে না রে ফলবে না।।
সবাই আগে যায় রে চ’লে;
ব’সে আছিস তুই কী বলে ?
এখন নোঙর বেঁধে স্রোতের জলে
তরী তোর চলবে না রে চলবে না।
তীরের বাঁধন দে রে খুলি,
ভেসে যা তুই পালটি তুলি;
দিক যদি তুই না যাস ভুলি
বিধি তোরে ছলবে না রে ছলবে না।।
পূর্ববর্তী:
« আনন্দে রুমক ঝুমু বাজে
« আনন্দে রুমক ঝুমু বাজে
পরবর্তী:
আবার তুই বাঁধবি বাসা কোন সাহসে »
আবার তুই বাঁধবি বাসা কোন সাহসে »
দীনদয়াল দে
ছোটবেলার সেই কবিতা পাঠ দীর্ঘ ষাট বছর পর এখনও মনকে নাড়া দেয়। তাই এখন এই কবিতা পাঠ করে মনটা হালকা করছি। বেশ লাগছে।