বাউল-বাতাস এল, কেঁপে ওঠে মন
কী করি, কী করি, করি কী এখন!
চাইলে করতে পারিস, আছে কত কিছু
অযথাই ঘুরে মরা বাতাসের পিছু
বাতাসের সর্ব অঙ্গ ফুটেছে কুসুম
এমন রঙিন ছবি, চোখে আসে ঘুম?
চোখে-মুখে পুষ্পহাসি, বুকে দুুরু দুরু
অভিজ্ঞতা বলে ওটা বেদনার শুরু
শুরু আছে শেষ নেই এমনই বাখান
অঙ্গ লাগি কাঁদে অঙ্গ ভেঙে খান খান
হতভাগী, ঠোঁটে তোর ঢেলে দেব বিষ
কত বার! আবারও তুই প্রেমে পড়েছিস?
আমি তো নূপুরবালা পায়ে বাজি
মৃত্যু বিনে গতি নেই, তা-ও কিন্তু রাজি।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৫, ২০১০
Leave a Reply