সবারে বাস রে ভালো,
নইলে মনের কালো ঘুচবে নারে।
আছে তোর যাহা ভালো,
ফুলের মতো দে সবারে।
করি’ তুই আপন আপন
হারালি যা ছিল আপন;
এবার তোর ভরা আপন;
বিলিয়ে দে তুই যারে তারে।
যারে তুই ভাবিস ফণী
তারও মাথায় আছে মণি,
বাজা তোর প্রেমের বাঁশি
ভবের বনে ভয় বা কারে।
সবাই যে তোর মায়ের ছেলে,
রাখবি কারে, কারে ফেলে?
একই নাওরে সকল ভাইয়ে
যেতে হবে রে ওপারে।
তাল : দাদ্রা
সঞ্জয় আচার্য
এই গানটি এত ভাল লাগে যে রাস্তায় শুনলেও দাঁড়িয়ে থাকি।
sagor Bhattacharjee
গানের স্বরলিপি টা একটু দিলে উপকৃত হতাম