ওগো আমার নবীন সাথী, ছিলে তুমি কোন বিমানে?
আমার সকল হিয়া মুঞ্জরিছে তোমারি ওই করুণ গানে।।
জগতের গহন বনে ছিনু আমি সঙ্গোপনে,
না জানি কি লয়ে মনে এলে উড়ে আমার পানে।
লয়ে তোমার মোহন বরণ আমার শুকনো ডালে রাখলে চরণ;
আজ আমার জীবন-মরণ কোথা আছে কে বা জানে।।
ঝরে গেছে সকল আশা, ফোটে না আর ভালোবাসা,
আজ তুমি বাঁধলে বাসা আমার প্রাণে কোন পরাণে?
পূর্ববর্তী:
« ওগো কে তুমি বসি’ নদীকূলে একেলা
« ওগো কে তুমি বসি’ নদীকূলে একেলা
পরবর্তী:
ওগো দুঃখ সুখের সাথী »
ওগো দুঃখ সুখের সাথী »
Leave a Reply