কে তুমি বসি নদীকূলে একেলা?
কারলাগি এত উতলা?
কে তরী বাহি আসিবে গাহি?
খেলিবে তার সনে কি খেলা?
সারাবেলা গাঁথ মালা-
ঘরের কাজে একি হেলা?
ছলনা করি আন গাগরি
কারলাগি বলো অবেলা?
পূর্ববর্তী:
« কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে
« কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে
পরবর্তী:
কে যায় গো যমুনায় জল আনিতে »
কে যায় গো যমুনায় জল আনিতে »
দীপান্বিতা চৌধুরী
খুব সুন্দর ।গ