কেহে তুমি সুন্দর; অতি সুন্দর অতি সুন্দর।।
কভু নবীন ভানু ভালে,
কভু ভুষিত নীরদ মালে,
কভু বিহগ কুজিত কুহক কন্ঠে
গাহিছ আতি সুন্দর।।
কছু নির্মল নীল প্রাতে
ঐ কনককিরীট-মাথে
তব অভ্রভেদী অচলাসনে
রাজিত অতি সুন্দর।।
কভু পুস্পিত নভ-কুঞ্জে
তব নৈশ বংশী গুঞ্জে;
কভু পীত-জ্যোৎলা-বসন শ্যাম,
মূরতি অতি সুন্দর।।
পূর্ববর্তী:
« কেরে বামা কার কামিনী।
« কেরে বামা কার কামিনী।
পরবর্তী:
ক্রন্দসী পথচারিণী »
ক্রন্দসী পথচারিণী »
Leave a Reply