আর ভুলালে ভুলবো না গো।
আমি অভয় পদ সার করেছি, ভয়ে হেলব দুলব না গো।।
বিষয়ে আসক্ত হয়ে বিষের কূপে উলব না গো।
সুখদুঃখ ভেবে সমান, মনের আগুন তুলবো না গো।।
ধনলাভে মত্ত হয়ে, দ্বারে দ্বারে বুলব না গো।।
আশাবায়ুগ্রস্থ হয়ে, প্রেমের গাছে ঝুলব না গো।
রামপ্রসাদ বলে দুধ খেয়েছি, ঘোলে মিশে ঘুলব না গো।।
——————–
সুরনির্দেশঃ প্রসাদী – একতালা
Leave a Reply