আমি নয় পলাতক আসামী।
ওমা কি ভয় আমায় দেখাও তুমি।।
বাজে জমা পাওনি যে মা, ছাটে জমি আছে কমি।
আমি মহামন্ত্র মোহর করা, কবচ রাখি সালতামামি।।
আমি মায়ের খাসে আছি ব’সে, আসল ক’সে সারে জমি।
এবার তোমার নামের জোরে, থাকব ধ’রে নিষ্কর ক’রে লব ভূমি।।
প্রসাদ বলে খাজনা বাকি, নাইকো রাখি কড়া জমি।
যদি ডুবাও দুঃখ-সিন্ধু-মাঝে, ডুবেও পদে হব হামি।।
—————–
সুরনির্দেশঃ প্রসাদী – একতালা
Leave a Reply