আমি তাই অভিমান করি।
আমায় করেছ যে মা সংসারী।।
অর্থ বিনা ব্যর্থ জীবন সংসারে সবারি।
ওমা তুমিও কোন্দল করেছ, বলিয়ে শিব ভিখারী।।
জ্ঞানধর্ম শ্রেষ্ঠ বটে, দানধর্ম তদুপরি।
ওমা বিনা দানে মথুরাপারে যাননি সেই ব্রজেশ্বরী।।
নাতোয়ানি কাচ কাচ মা, অঙ্গে ভষ্মভূষণ পরি।
ওমা কোথায় লুকাবে বল, তোমার কুবের ভাণ্ডারী।।
প্রসাদে প্রসাদ দিতে মা, এত কেন হ’লে ভারি।
যদি রাখ পদে, থেকে পদে, পদে পদে বিপদ সারি।।
—————————
সুরনির্দেশঃ প্রসাদী – একতালা
Leave a Reply