আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে।
যে দিন কৃপাময়ী আমায় কৃপা করেছে।।
শোনরে শমন বলি আমার জাত কিসে গিয়াছে।
আমি ছিলেম গৃহবাসী, কেলে সর্বনাশী, আমায় সন্ন্যাসী করেছে।।
মন রসনা এই দুজনা, কালীর নামে দল বেঁধেছে।
ইহা ক’রে শ্রবণ, রিপু ছয়জন, ডিঙ্গা ছেড়ে চলে গেছে।।
যে জোরে একঘরে আমি, সে জোর আমার বজায় আছে।
প্রসাদ বলে বেজাত ম’লে যম যেন আসে না কাছে।।
———————-
সুরনির্দেশঃ টুরী-জায়েনপরী – একতালা
Leave a Reply