আমায় কি ধন দিবি তোর কি ধন আছে।
তোমার কৃপাদৃষ্টি পাদপদ্ম, বাঁধা আছে শিবের কাছে।।
ও চরণ উদ্ধারের মা, আর কি কোনও উপায় আছে।
এখন প্রাণপণে খালাস কর, টাটে বা ডুবায় পাছে।।
যদি বল অমূল্য পদ, মূল্য আবার কি তার আছে।
ঐ যে প্রাণ দিয়ে শব হ’য়ে, শিব ও পদ বাঁধা রেখেছে।।
বাপের ধনে বেটার স্বত্ব, কাহার বা কোথা ঘুচেছে।
রামপ্রসাদ বলে, কুপুত্র ব’লে আমায় নিরংশী করেছে।।
—————–
সুরনির্দেশঃ প্রসাদী – একতালা
Leave a Reply