এ মায়া প্রপঞ্চময়
ভব রঙ্গমঞ্চ মাঝে, রঙের নট নটবর হরি
যারে যা সাজান সেই তাই সাজে
এ মায়া প্রপঞ্চময়
মাতৃসাজে সেজেছিস মা
করিতে স্নেহের অভিনয়,
কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমি তোর সেজেছি তনয়
এই নাটকের এই অঙ্কে
স্থান পেয়েছি মা তোর অঙ্কে
হয়তো পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে
এ মায়া প্রপঞ্চময়
কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়াসূত্রে সবাই গাথাঁ
কেহ পুত্র, কেহ মিত্র, কেহ ভার্যা, কেহ ভ্রাতা
কেউ সেজে এসেছেন পিতা
কেহ স্নেহময়ী মাতা
কত রঙের অভিনেতা
আছেন কত সাজে সেজে
এ মায়া প্রপঞ্চময়
যার যখন হতেছে সাঙ্গ
এ রঙ্গভূমির অভিনয়
কাকস্য পরিবেদনা
তখন সে আর কারো নয়
কোথা রয় প্রেয়সীর প্রণয়
পুত্র কন্যার কাতর বিনয়
শুনেনা সে কারো অনুনয়
চলে যায় সাজশয্যা থেকে
এ মায়া প্রপঞ্চময়
না হইলে কর্মশেষ
কত যাব মা কত আসব
সঙ সেজে সংসার মাঝে
কত হাসব কত কাঁদব
ভূষণ বলে যবে আসব
মায়ামোহ তবে নাশব
মহাযোগে তবে বসব
মিশব হরির পদরজে
এ মায়া প্রপঞ্চময়
——————–
চলচ্চিত্র: সাড়ে চুয়াত্তর।
পরিচয়
খুব ভাল। বহুদিন ধরে খুঁজছিলাম। তবে কথাগুলো দু-এক জায়গায় একটু ভুল আছে। দয়া করে দেখে নেবেন। গান-টি শুনে ভুল গুলো ঠিক করেছি। চাইলে pdf বা docx format-e পাঠিয়ে দিতে পারি। e-mail-এ যোগাযোগ করতে পারেন। কোনভাবে আমার মন্তব্যের মাধ্যমে আপনাকে আহত করলে আমায় মার্জনা করবেন। ভাল থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Bangla Lyrics
এখানেই মন্তব্যের ঘরে দিয়ে দিন না। আপনার নামটাও রইল, গানটাও শুদ্ধ হল।
আহত করার কিছু নাই। জানি আমাদের অনেক ভুল-ভ্রান্তি আছে। আমাদের নজরে না পড়লে আপনারাই তো ধরিয়ে শুধরে দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।
পরিচয়
অভয় দেওয়ার জন্য ধন্যবাদ।
‘এই মায়া প্রপঞ্চময়’ হবে ‘এ মায়া প্রপঞ্চময়’
‘করিতে স্নেহের পিড়ন’ হবে ‘করিতে স্নেহের অভিনয়’
‘আমিতো সেজেছি তনয়’ হবে ‘আমি তোর সেজেছি তনয়’
‘হয়াবো পর অঙ্কে’ হবে ‘হয়তো পর অঙ্কে'(????)
‘কেহ স্নেহ মণিমাতা’ হবে ‘কেহ স্নেহময়ী মাতা’
‘তপস্যা করি বেদনা’ হবে ‘কাকস্য পরিবেদনা’
‘চলে যায় সাজশয্যা থেকে’ হবে ‘চলে যায় সাজসজ্জা ছেড়ে’
‘ভূষণবলে যবে আসব’ হবে ‘ভূষণ বলে যবে আসব’
তবু ভুল থাকতে পারে।
প্রসঙ্গত বলি, আমার কাছে বেশ কিছু গান আছে। যদিও স্বভাব অলস, তবু কখনো সুযোগ পেলে কি ভাবে আপনাদের কাছে পাঠাব জানালে ভাল লাগবে। ভাল থাকবেন।
Bangla Lyrics
ঠিক করে দেয়ার চেষ্টা করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।
সব গান আমাদের পক্ষে এভাবে চেক করার সময় থাকে না।
আপনি আমাদের ইমেইল করে দিতে পারেন এই ঠিকানায়: info [at] evergreenbangla.com
যশোধরা
গানটি কার লেখা জানলে ভাল হয়।
মাহমুদ
আপনাদের অনেক ধন্যবাদ অসাধারন এই গানটির কথা প্রকাশের জন্য
তমোনাশ ভট্টাচার্য
এ মায়া প্রপঞ্চময় গানটির গীতিকার ও সুরকার কে/কে কে?
তমোনাশ ভট্টাচার্য
এ মায়া প্রপঞ্চময় গানটির গীতিকার ও সুরকার কে/কে কে?
ধনঞ্জয় ভট্টাচার্য কি নিজেই সুর দিয়েছিলেন?