রাগাত্মিক পদ ।।
কাতরা অধিকা, দেখিয়া রাধিকা,
বিশাখা কহিল তায়।
চিতে এত ধনি, ব্যাকুল হইলে,
ধরম সরম যায়।।
পাইয়া কামরতি, হবে অন্য পতি,
তাহাতে বলাব সতী।।
স্নান না করিব, জল না ছুঁইব
আলাইয়া মাথার কেশ।
সমুদ্রে পশিব, নীরে না তিতিব,
নাহি সুখ দ্যঃখ ক্লেশ।।
রজনী দিবসে, হবে পরবশে,
স্বপনে রাখিব লেহা।
একত্র থাকিব, নাহি পরশিব,
ভাবিনী ভাবের দেহা।।
অন্যের পরশে, সিনান করিব,
তবে সে রীতি সাজে।
কহে চণ্ডীদাস, এ বড় উল্লাস,
থাকিব যুবতী মাঝে।।
————–
অন্য পতি – প্রেম।
সমুদ্রে – প্রেম সমুদ্রে।
পরবশে–শ্রীকৃষ্ণের বশে।
অন্যের পরশে সিনান করিব – অন্যের স্পর্শে তৎক্ষণাৎ দান করিব অর্থাৎ ভ্রষ্টা হইব না।
Leave a Reply